০৯-০৩-২০২৩ ইং তারিখের সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ
মন্তব্য ১) সভায় গত ০৯-০৩-২০২৩ ইং তারিখের কার্যবিবরণী পুনঃ পাঠান্তে সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।
২) সভায় চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যদের অবহিত করে বলেন যে, ট্রাক্সআদায় করার জন্য কোন আদায় কারী না থাকায় স্ব স্ব ওয়ার্ডের সদস্যগণকে গ্রামপুলিশদেরকে সাথে নিয়ে আদায় করার জন্য তাগিদ দেন।
৩) ইউপি ট্র্র্যাক্স আদায় এবং তা নির্ধারণ করার জন্য সদস্যদেরকে চেয়ারম্যান সাহেব জোর তাগাদা দেন।
অতপর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান সাহেব সভার সমাপ্তি ঘোষণা করেন।
০৯-০৩-২০২৩ ইং তারিখের সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ
মন্তব্য ১) সভায় গত ০৯-০৩-২০২৩ইং তারিখের কার্যবিবরণী পুনঃ পাঠান্তে সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।
২) সভায় অত্র ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন করণ বিষয়ে আলোচনা হয়।আলোচনান্তে জানা যায় যে , জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজ সন্তোষজনক। জন্মনিবন্ধন বহিতে লিপিবদ্ধ তথ্য বেশির ভাগ অনলাইনে উত্তোলিত হয়েছে। বাকী গুলোতাড়াতাড়ি উঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
৩) সভায় আইন শৃঙ্গলা বিষয়ে আলোচনা হয়। আলোচনান্তে স্ব স্ব ওয়ার্ডে নিয়োজিত গ্রাম পুলিশদের কে সতর্ক দৃষ্টি রাখার জন্য বলা হয়।
৪) ট্র্যাক্স আদায় ও এসেসম্যান্ট তালিকা দ্রুত করার জন্য তাগাদা প্রদান করা হয়।
অতপর সবাই কে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান সাহেব সভার মূলতবি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস