Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ইউনিয়ন ভূমি অফিস

 

সিটিজেন চার্টার:

সেবার ধরন

সেবা প্রাপ্তির

অনুসরনীয় পদ্ধতি

প্রয়োজনীয় ফি ও নির্ধারিত নুন্যতম/সর্বোচ্চ সময় সীমা

সেবা প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা না পেলে কিকরনীয়

নাম জারী/জমা খারিজ/রেকর্ড সংশোধন

সহকারী কমিশনার (ভুমি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে ফটোকপি সহ মুল দলিল ও বায়াদলিলের সার্টিফাইড কপি বা মুল কপি সহ ফটোকপি, মৃত ব্যাক্তি পরিত্যক্ত সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশগন সনদ ও ওয়ারিশদের মধ্যে বন্টননামা দলিলের মুল/সার্টিফাইড কপি, দেওয়ানী আদালতের আদেশের ক্ষেত্রে জাবেদা নকল ও জমির পুর্নাগ তপশীল (মেৌজা, খতিয়ান নং,দাগ নং ও জমির পরিমান ইত্যাদি) থাকতে হবে। এ ছাড়া আবেদনের সাথে আর এস খতিয়ানের জাবেদা নকল এবং খারিজ খতিয়ানের মূল কপি সহ ফটোকপি দাখিল করতে হবে।  

কোন জটিলতা না থাকলে আবেদন করার ৪৫(পয়তাল্লিশ) দিনের মধ্যে কার্যক্রম সমাপ্ত করা হবে। ৫.০০টাকা কোর্ট ফি দিয়ে আবেদন দাখিল করতে হবে। নোটিশ জারীর ফি ২.০০টাকা (৪জন পর্যন্ত পরবর্তী প্রতিজনের অন্য ৫০পয়সা হিসাবে এ ছাড়া প্রতিটি মিউটেশনের ফি ৪৩/=টাকা এবং রেকর্ড সংশোধন ফি বাবদ ২০০/= টাকা ডিসি আর সারফত জমা দিতে হবে।  

সহকারী কমিশনার (ভুমি) কানুনগো,ডিপিসহকারী,  সংশ্লিষ্ট জমা সহকারীএরংইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা।

আদেশের ৩০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে আপিল করাহবে।

কৃষি/অকৃষি খাসজমি বন্ধোবস্ত গ্রহন

১। কৃষি খাসজমি বন্ধোবস্তের জন্য নির্ধারিত ফরেম ভুমিহীন সনদ সহ আবেদন করতে হবে।

 

২। অকৃষি খাসজমির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে।

১। প্রতি একর বা তার অংশের জন্য ১.০০/টাকা,নুন্যতমসময়৬মাস।

 

২।কর্তৃপক্ষকতৃক নির্ধারিত সেলামী পরিশোধ করতে হবে।

১। উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভুমি),ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা,  ইউপি চেয়ারম্যান

২। অতিরিক্ত জেলা প্রশাসক রো নওগা উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি)  

জেলা প্রশাসক

অর্পিতসম্পত্তির ব্যবস্থাপনা

একসনা লীজ নবায়নের জন্য সহকারী কমিনার (ভুমি) বরাবর আবেদন করতে হইবে।

কতৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে সেলামী ডিসিআর মারফত পরিশোধ করতে হবে।   

সহকারী কমিশনার (ভুমি)

জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার।

ভুমি উন্নয়ন কর পরিশোধ

ইউনিয়ন ভুমি অফিসের ভুমি মালিকগন তাদের জমি ব্যবহারের ভিত্তিতে সরকার কর্তৃক নির্ধারিত হারে দাখিলের মাধ্যমে ভুমি উন্নয়ন কর পরিশোধ করবেন।  

সরকার নির্ধারিত হারে বকেয়া ক্ষেত্রে সুধ সহ এবং হাল সনের জন্য সুধ ছাড়া ভুমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।

ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা/ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা

সরকারী কমিশনার (ভুমি) এর নিকট আবেদন করতে পারবেন।

বিবিধ মামলা/নিস কেশ সরকারী খাসও অর্পিত/পরিত্যক্ত জমির ক্ষতি সাধন বিষয়ে আপত্তি

নাম জারী মামলা,জমির শ্রেনী বিন্যাস, ভুমি উন্নয়ন কর নির্ধারন ও গ্রহন বিষয়ে কোন অভিযোগ থাকলে সাদা কাগজে সংশ্লিষ্ট কাগজ পত্রের কপি সহ আবেদন সহকারী কমিশনার (ভুমি) বরাবরে করা যেতে পারে।

 

সরকারী খাসও অর্পিত সম্পত্তি অবৈধ দখল, সাধারনের ব্যবহার্যে বাধা প্রদান/বিঘ্নের সৃষ্টি বা ক্ষতিসাধন বা আত্মসাৎকরলে তা প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভুমি) এর নিকট আপত্তি দেওয়াযাইবে।  

আবেদনের সাথে ৫.০০/টাকা কোর্ট ফি দিতে হইবে।

সহকারী কমিশনার (ভুমি),কানুনগো, সার্ভেয়ার/ইউনিয়নর ভুমি সহকারী কর্মকর্তা।

আদেশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যেঅতিরিক্তজেলা প্রশাসক (রা:) বরাবরে আপিল করা যাবে/উপজেলা নির্বাহী অফিসার।